ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ভোটারের মন জয় নয়, ফটোসেশনেই গুরুত্ব বেশি

শাহজাহান মোল্লা, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
ভোটারের মন জয় নয়, ফটোসেশনেই গুরুত্ব বেশি

ঢাকা: আর মাত্র কয়দিন পরেই ঢাকা সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন ক্যাম্পেইনে।

ছুটছেন শেষ বারের মতো ভোটারদের দ্বারে দ্বারে।  

প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চাইছেন ভোট। তবে এবারের নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছে নতুনমাত্রা। এখন আর ভোটারদের কাছে তেমন একটা যেতে হচ্ছে না প্রার্থীদের। মার্কেটে, রাস্তায় পথসভা এবং প্রার্থীদের সমর্থিত দলীয় ওয়ার্ড কার্যালয় থেকেই চলছে প্রচারণা।

প্রার্থীদের কাছে ভোটারের মন জয় করার চাইতে মিডিয়া কাভারেজ, ফটোসেশনই যেন গুরুত্ব পাচ্ছে বেশি। নির্বাচনী প্রচারণার শুরু দিন থেকেই সব প্রার্থীরা কীভাবে মিডিয়া কাভারেজ পাওয়া যায়-সেই চিন্তায় মগ্ন।

ঢাকা উত্তরের ‘ঈগল’ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাহি বি চৌধুরী। অপর দুই প্রতিদ্বন্দ্বী বড় দুই রাজনৈতিক দলের প্রার্থী হওয়ায় তার পক্ষে মিডিয়া কাভারেজ পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছিল। তাই মাহি বি চৌধুরী করে বসলেন মোদী স্টাইল।

রাজধানীর মিরপুরে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে রাস্তায় ঝাড়ু নিয়ে নেমে গেলেন তিনি।

এরপর সব গণমাধ্যমে মাহির মোদী স্টাইল ফলাও করে ছাপা হলো। এখানেই শেষ নয়।

মাহির আলোড়ন সৃষ্টিকারী এ স্টাইল অনুসরণ করেই অপর প্রার্থী আনিসুল হক গুলশান শুটিং ক্লাব এলাকায় সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে রাস্তায় ঝাড়ু হাতে নেমে পড়লেন। এর দুইদিন পর একই স্টাইলে রাস্তায় ঝাড়ু দিলেন তাবিথ আউয়াল ও তার স্ত্রী।

এদিকে, প্রার্থীরা ভোট চাইতে গিয়ে সবার সঙ্গে হাত না মেলালেও টিভি ক্যামেরা বা আলোকচিত্রী দেখলেই ময়লা আবর্জনা উপেক্ষা করেই জড়িয়ে ধরছেন রাস্তার কোনো শ্রমিক বা ভিখারীকে। ক্যামেরা শুট নেওয়া শেষ হলে ছুটছেন আপন গতিতে।

কোনো প্রার্থী আবার বিভিন্ন বাসে চড়ে যাত্রীদের সঙ্গে ছবি তুলে ছুটছেন নির্বাচনী প্রচারণায়। কেই আবার কোথাও রাস্তায় বাচ্চাদের ক্রিকেট খেলা দেখলেই হয়ে যাচ্ছেন ক্রিকেটার। এসব ছবি আবার প্রার্থীরা নিজের ফেসবুক ওয়ালে দিয়ে বলছেন-‘আজ রাস্তায় ঝাড়ু দিলাম। ’ কেউ বলছেন-‘বচ্চাদের সঙ্গে ক্রিকেট খেললাম। ’

ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী কয়েকজনের নির্বাচনী প্রচারণায় পর্যবেক্ষণ করতে গিয়ে গত কয়েকদিনে এসব দৃশ্যই চোখে পড়ে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী- আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দিক্ষণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এসএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।