ময়মনসিংহ: ময়মনসিংহ শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে টাউন হল মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২১ এপ্রিল রাতে শহরতলী শম্ভুগঞ্জ এলাকার ঝাওগড়া মোড়ে সন্ত্রাসীরা আরিফের প্রাইভেটকারে হামলা চালায় এবং ড্রাইভার আলমগীরকে কুপিয়ে আহত করে। পাশাপাশি আরিফকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় সন্ত্রাসীরা।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই সমাবেশ করে নেতাকর্মীরা।
সমাবেশে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব বলেন, আওয়ামী লীগের ভেতরের একটি চক্র জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়নে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। প্রশাসন যদি অবিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেফতার না করে তাহলে ছাত্রলীগ তাদের প্রতিহত করতে বাধ্য হবে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব, শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, ছাত্রলীগ নেতা রাসেল, ওয়াহিদ, রুবেল, রানা, মন্টি, সুজন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এটি/