ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ভোটকেন্দ্রে প্রস্তুত থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
ভোটকেন্দ্রে প্রস্তুত থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী

ঢাকা: দেশের গুরুত্বপূর্ণ তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর ২২ থেকে ২৪ জন সদস্য অস্ত্রসজ্জিত অবস্থায় প্রস্তুত থাকবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এ ব্যবস্থা নিচ্ছে সরকার।


 
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে খসড়া সিদ্ধান্তটি নির্বাচন কমিশনের (ইসি) ভেটিং সাপেক্ষে চূড়ান্ত করে পরিপত্র জারি করা হবে।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (রাজনৈতিক শাখা) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এছাড়া সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং ভোটের আগে বা পরে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভোট গ্রহণের তিনদিন আগে ২৫ এপ্রিল থেকে আগামী ০১ মে পর্যন্ত বৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শুধু ভোট কেন্দ্রে নয়, পুরো নির্বাচনী এলাকায় আরোপ করা হয়েছে বৈধ সব ধরনের আগ্নেয়াস্ত্রসহ চলাফেরা ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার বিকেলে আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এসএমএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।