ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার (২৫ এপ্রিল) দেশের সব জেলা, মহানগর ও শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্রদল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিএনপির ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে ছাত্রদল নেতারা অভিযোগ করে বলেন, ‘অবৈধ’ সরকার ক্ষমতার নেশায় পুরোপুরি উম্মাদের মত আচরণ করছে। গণতান্ত্রিক রীতি-নীতিকে তোয়াক্কা না করে তারা দেশ ধ্বংসের খেলায় মেতে উঠেছে। দেশকে বিরোধীদলবিহীন করে ক্ষমতা চিরস্থায়ী করার লোভে তারা বিএনপির মত একটি বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দলের চেয়ারপারসনকে হত্যার উদ্দেশে তার গাড়িতে হামলা ও গুলি ছুড়েছে। অন্যদিকে, সরকার দেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানকে রাজনৈতিক ‘মিথ্যা’ মামলায় আসামি করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে।
বিবৃতিতে ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জিয়া পরিবারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হলে এ দেশের জনগণ প্রতিরোধযুদ্ধ ঘোষণা করবে।
‘খালেদার ওপর হামলাকারী’ ছাত্রলীগ-যুবলীগের হাতও ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয় বিবৃতিতে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এইচএ