ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারী ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হকের প্রচারণার সঙ্গীদের অন্যতম বলে অভিযোগ করেছেন তার প্রতিদ্বন্দ্বী মাহী বি. চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে (২৩ এপ্রিল) রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এ্যাভিনিউয়ের এক পথসভায় এ কথা বলেন।
মাহী বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে চিহ্নিত হামলাকারীরা আনিসুল হকের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। আমার মনে হয়, আনিসুল হক ধৈর্য হারিয়ে ফেলেছেন। তিনি বুঝে ফেলেছেন, জনগণ তার আসল চেহারা চিনে ফেলেছে। তিনি যা করছেন তা অনাকাঙ্ক্ষিত। এভাবে চললে শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না।
মাহী বলেন, নির্বাচন কমিশন কাজ করতে চাইলেও মনে হয় কোথাও থেকে তাদের ওপর চাপ আছে।
মাহী বলেন, এবার ৮ লাখ নতুন ভোটার জীবনে প্রথম ভোট দেবেন। আর ১৩ লাখ ভোটারের বয়স ৩০ বছরের নিচে। গত বছরের ৫ জানুয়ারি জনগণ ভোট দিতে পারেনি, সিটি নির্বাচনে তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা মনে করি, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে এবং সেনাবাহিনী রাজপথে থাকলে জনগণ সাহস পাবে ভোটকেন্দ্রে যেতে এবং ভোট দিতে।
তিনি বলেন, নির্বাচনী পরিবেশ শুরুতে উৎসবমুখর থাকলেও গত তিন-চারদিন ধরে পরিস্থিতির অবনতি হচ্ছে। খালেদা জিয়ার ওপর হামলা হয়েছে। মিরপুরের কালশিতে বুধবার ‘ঈগল’ প্রতীক অঙ্কিত ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে আরও একটি ব্যানার।
মাহী বি. চৌধুরী বৃহস্পতিবার দুপুর ১টায় বনানী কামাল আতাতুর্ক এ্যাভিনিউ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। বনানী বাজার, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি), মণিপুরীপাড়া ও ইন্দিরা রোড এলাকায় পথসভায় বক্তৃতা এবং গণসংযোগ করেন তিনি।
তার মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এসকেএস/এএসআর