ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচনে ক্যান্টনমেন্টেই থাকবে সেনাবাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
নির্বাচনে ক্যান্টনমেন্টেই থাকবে সেনাবাহিনী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সিটি নির্বাচনে সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সিটি নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে ব্যাখ্যা দিতে তিনি এ কথা জানান।



সিইসি বলেন, সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকবে। কারণ, ক্যান্টনমেন্ট হচ্ছে ঢাকা মহানগরের মাঝখানে অবস্থিত। সেখান থেকে উত্তর এবং দক্ষিণে যেতে কৌশলগতভাবে (স্ট্রাটেজিক্যালি) সহজ হবে। তাই তাদের ক্যান্টনমেন্টেই অবস্থান নিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, রিজার্ভ ফোর্স হিসেবে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে অবস্থান নিলেও রিটার্নিং কর্মকর্তার ডাকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সাড়া দেবে। ঢাকা এবং চট্টগ্রামে তিন ব্যাটেলিয়ান সেনা সদস্য মাঠে থাকবে।

নির্বাচনে ঢাকায় সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে ব্যাখ্যা দিলেও, চট্টগ্রাম প্রসঙ্গে কোনো কথা বলেননি রকিবউদ্দিন।

গত মঙ্গলবার (২১ এপ্রিল) সিইসি তিন সিটি নির্বাচনে চারদিনের জন্য সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন। ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত তাদের মাঠে থাকার জন্য ওই দিন বিকেলেই সশস্ত্র বাহিনী বিভাগকে নির্দেশনাও দেয় ইসি। কিন্তু তার একদিন পরেই বুধবার (২২ এপ্রিল)  রাতে সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টেই অবস্থান করতে বলা হয়।

আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫ আপডেট সময়: ২০৩৫ ঘণ্টা.
ইইউডি/এটি/এএসআর

** প্রয়োজন হলেই সেনাবাহিনী ছুটবে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।