ঢাকা: পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে (৩-০) সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ অভিনন্দন জানান।
বিবৃতিতে তিনি বলেন, টাইগারদের এ বিজয় বিশ্বের দরবারে বাংলাদেশের ১৬ কোটি মানুষের মুখ উজ্জ্বল করেছে। ক্রিকেটের এ জয়ে গোটা জাতি আজ গর্বিত। তাই বাংলাদেশ ক্রিকেট দলকে আমি অভিনন্দন জানাই।
বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এলকে/এসএস