ঢাকা: আওয়ামী লীগ সমর্থিত ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী আনিসুল হকের পক্ষে নির্বাচনী প্রচারণায় এবার কনসার্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টার পর আনিসুল হকের প্রেস উইংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) প্রথম কনসার্ট অনুষ্ঠিত হবে মহাখালী টিঅ্যান্ডটি কলোনি মাঠে। বিকেল ৩টায় কনসার্টটি শুরু হবে। এতে গান গাইবেন বাউল শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম।
এছাড়া, গান গাইবেন কণ্ঠশিল্পী পুতুল, পারভেজ, জয় শাহরিয়ার, কিশোর ও পুলক। সন্ধ্যা ৬টার মধ্যে এ কনসার্ট শেষ হবে।
এদিকে, শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায় পল্লবী থানা এলাকার হারুন মোল্লা মাঠে আরও একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। সেখানেও অংশ নেবেন কণ্ঠশিল্পী মমতাজসহ অন্যরা।
দুটি কনসার্টই সবার জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এসএম/টিআই