ঢাকা: সেনাবাহিনীকে ব্যারাক ছেড়ে মাঠে আসার উস্কানি দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান। এই অপরাধে তার বিরুদ্ধে দ্রুত (ইমিডিয়েটলি) ব্যবস্থা নেওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘চলমান রাজনীতি, ষড়যন্ত্র ও বোমাবাজদের প্রতিরোধ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন, মাহবুবুর রহমান আইন-শৃংখলা ও গণতন্ত্র রক্ষার নামে সেনাবাহিনীকে দৃশ্যমান হওয়া উচিৎ বলে যে বক্তব্য দিয়েছেন তা মূলত উস্কানি।
গণতন্ত্রের স্বার্থে সেনাবাহিনীকে ব্যারাক ছেড়ে মাঠে নেমে আসার উস্কানি দিয়ে নতুন করে আরেকটি সংকট সৃষ্টির ষড়যন্ত্র করছেন তিনি। এই অপরাধে তার (মাহবুবুর রহমান) বিরুদ্ধে দ্রুত (ইমিডিয়েট) ব্যবস্থা নেওয়া উচিৎ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও নির্বাচনী পরিবেশ দূষিত করছেন বলে এসময় অভিযোগ করেন কামরুল।
তিনি বলেন, খালেদা জিয়া যখনই মাঠে নেমেছেন তখনই নির্বাচনী আমেজ নষ্ট হয়েছে। তিনি এবং তার লোকজন সুষ্ঠু নির্বাচনকে সংঘাতময় করতে নাটক করছেন। নির্বাচনী আচরণবিধির ৬ এর ২ (ক, খ) ধারা অনুযায়ী পথসভা, ঘরোয়া সভা করা যাবে। অথচ তিনি রাস্তায় হাজার হাজার নেতাকর্মীর নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করে নির্বাচনের শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নষ্ট করে আচরণবিধি লঙ্ঘন করছেন।
খালেদা জিয়াকে নির্বাচনী প্রচার থেকে বিরত রাখতে দ্রুত (ইমিডিয়েট) ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান কামরুল।
কামরুল আরও বলেন, নির্বাচন বানচাল, প্রশ্নবিদ্ধ ও নির্বাচন পরবর্তী সন্ত্রাসের নতুন ক্ষেত্র তৈরি করতে বিএনপি সিটি নির্বাচনে এসেছে। তাদের নতুন চেহারায় ফিরে যাওয়ার জন্য বিএনপি নির্বাচনের মাধ্যমে ষড়যন্ত্র করছে। বিএনপি জানে এ নির্বাচনে তাদের ভরাডুবি হবে। বাংলাদেশের মানুষ অতীত ভুলে গেলেও, নিকট অতীত ভুলে যায় না। ব্যালটের মাধ্যমেই তাদের জবাব দিতে মানুষ প্রস্তুত হয়ে আছে বুঝেই বিএনপি নেতারা উদ্ভট বক্তব্য দিচ্ছে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে অ্যাডভোকেট সামছুল হক টুকু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত নন্দী রায়, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসার প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
আরইউ/এটি/