ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

তাবিথের পঞ্চদশ দিনের প্রচারণা মহাখালী থেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
তাবিথের পঞ্চদশ দিনের প্রচারণা মহাখালী থেকে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল তার পঞ্চদশ দিনের গণসংযোগ মহাখালী পাবলিক হেলথ গেট থেকে শুরু করবেন।
 
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায়  মহাখালী থেকে প্রচারণা শুরু করে ২০ নম্বর ওয়ার্ডে গণসংযোগের পর দুপুরে রহিম মেটাল জামে মসজিদে (তেজগাঁও, নাবিস্কোর পাশে) জুমার নামাজ আদায় করবেন তাবিথ।



এরপর বিকেল ৪টায় বসিলা উত্তরপাড়া (কালাচাঁন কোম্পানির বাড়ির সামনে) থেকে ৩৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগের পর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের সামনে সন্ধ্যা ছয়টায় পথসভা করবেন তিনি। তাবিথ আউয়ালের মিডিয়া উইং সূত্রে এসব জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসকেএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।