ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

সাইফুদ্দিন মিলনকে ৭ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
সাইফুদ্দিন মিলনকে ৭ হাজার টাকা জরিমানা সংগৃহীত

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত মেয়রপ্রার্থী সাইফুদ্দিন আহম্মেদ মিলনকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি ‘সোফা’ প্রতীক নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


 
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
 
মিলনের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর সত্যতা পেয়েছেন। মোট দুইটি মামলায় তাকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
এছাড়া তিন কাউন্সিলর ও এক সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীকে তিন হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন- মেহেবুবু হাসান, মোহাম্মদ মোহন, সৈয়দা রোকসানা ইসলাম চামেলী ও নাসির আহম্মদ খান।
 
বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।