ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচিত হলে প্রথমদিন থেকেই কাজ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
নির্বাচিত হলে প্রথমদিন থেকেই কাজ শুরু ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচিত হলে রাজধানীর যানজট সমস্যা সমাধানে প্রথমদিন থেকেই কাজ করার প্রতিশ্রুতি দিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোশেনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নিউমার্কেট কাঁচাবাজার তিন নম্বর বিজিবি গেটে গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।



সাঈদ খোকন বলেন, আমার নামে মামলা-মোকদ্দমা নেই, নির্বাচিত হলে আমি প্রথমদিন থেকেই কাজ করতে পারবো।

অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আববাসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যদিও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রতিদ্বন্দ্বিতায় সাঈদ খোকনের প্রধান ভোটের লাড়াই মির্জা আব্বাসের সঙ্গেই।

সাঈদ খোকন বলেন, ঢাকা সিটি করপোরেশনের নানাবিধ সমস্যা। এই পুঞ্জীভূত সমস্যা সমাধানে যিনি মেয়র হবেন, তাকে প্রথমদিন থেকেই কাজ করতে হবে।

‘আমি তরুণ, এনার্জিটিক। আমার নিয়ত পরিষ্কার। আমি আমার নগরবাসীর কাছে কাজ করার জন্য ভোট চাইছি’-বলেন তিনি।
 
যানজট সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে খোকন বলেন, ফার্স্ট কাজ করতে হবে যানজট সমস্যার সমাধান। আমি নির্বাচিত হলে প্রথমদিন থেকেই কাজ করতে পারবো। কারণ আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমি ফ্রেশ প্রার্থী।

রাস্তা কেটে যানজট সৃষ্টির সমাধান জানতে চাইলে তিনি বলেন, আমি নগর সরকারের কথা বলেছি। সমন্বিতভাবে সমস্যা সমাধানে কাজ করবো।

সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘ইলশ মাছ’ মার্কা প্রতীক নিয়ে।

আগামী ২৮ এপ্রিল (মঙ্গলবার) ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করবে ইসি।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসএমএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।