ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ভোটের মাঠে সেনা সমর্থন করি না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
ভোটের মাঠে সেনা সমর্থন করি না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী নামানোর বিপক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাসদ সমর্থিত মেয়র প্রার্থী নাদের চৌধুরী।

তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে ভোটের মাঠে সেনাবাহিনী সমর্থন করি না।

কেনন‍া এই সামরিক সরকারের বিরুদ্ধেই লড়াই করেছি, তাহলে ভোটের মাঠে কেন আবার সেনাবাহিনী লাগবে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীই যথেষ্ট।
 
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
 
নাদের চৌধুরী বলেন, যারা আজ সেনাবাহিনী নামানোর জন্য চিৎকার করছে, তারাও একদিন সামরিক বাহিনীর বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম করেছে। তাহলে আজ আবার কি হলো যে ভোটের জন্য সেনাবাহিনী নামাতে হবে।
 
তিনি বলেন, সম্প্রতি নির্বাচনী প্রচারণায় কিছু কিছু ঘটনা পরিবেশ ক্ষুন্ন করবে। নির্বাচন কমিশনকে এখনই শক্ত হাতে এগুলো দমন করতে হবে, না হলে নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেবে।
 
এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে মন্তব্য করে নাদের চৌধুরী বলেন, ছোট-খাটো দুই একটি ঘটনা ছাড়া নির্বাচনের স্বাভাবিক পরিবেশ রয়েছে।
 
তিনি বলেন, নির্বাচিত হলে প্রথমেই একটি নিরাপদ নগরী গড়ার চেষ্টা থাকবে। পাশাপাশি থাকবে যানজটমুক্ত, পরিচ্ছন্ন নগরীর গড়ার প্রত্যয়।
 
বর্তমান সময়ে বড় দুই রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে মানুষ বিকল্প চিন্তা করছে বলে জানান তিনি। তাই এবার বড় দুই রাজনৈতিক দলের বাইরে মানুষের আগ্রহ দেখা দিয়েছে। সে হিসেবে নিজেকে অন্যদের চাইতে যোগ্য প্রার্থী বলে মনে করেন তিনি।
 
জনাদশেক কর্মী সমর্থক নিয়ে নাদের চৌধুরী নিজ এলাকা মোহাম্মদপুর তাজমহল রোড, জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। এসময় নারী পুরুষ সবার কাছে ময়ূর মার্কায় ভোট চান এবং এলাকার সন্তান হিসেবে তাকে মেয়র নির্বাচিত করার আহ্বান জানান। নাদের চৌধুরী নিজেই দোকানে দোকানে ময়ূর মার্কার লিফলেট বিতরণ করেন এবং কোথাও লিফলেট লাগিয়ে দেন।
 
সকালে চন্দ্রিমা উদ্যানে নির্বাচনী প্রচারণার মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করেন জাসদ সমর্থিতিএ মেয়র প্রার্থী। এছাড়া বিকেল ৩টায় দৈনিক কালের কণ্ঠের গোলটেবিল বৈঠকে অংশ নেবেন তিনি। এখান থেকে মিরপুর-১৩ ও ১৪ নম্বর এলাকায় গণসংযোগ করবেন নাদের চৌধুরী।
 
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।