ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

‘জনগণই আমার সেনাবাহিনী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
‘জনগণই আমার সেনাবাহিনী’ ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচনে জনগণকে নিজের সেনাবাহিনী হিসেবে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।
 
তিনি বলেন, আমার সর্ম্পক জনগণের সঙ্গে।

জনগণই আমার সেনাবাহিনী।
 
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকায় নির্বাচনী প্রচারণার  সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন এ কথা বলেন।
 
নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে জানতে চাইলে সাঈদ খোকন বলেন, নির্বাচনে সেনা মোতায়েন থাকবে কিনা এটা নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশনই এটা বুঝবে। আমি প্রার্থী, এ নিয়ে আমি কি বলবো।
 
সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা সেনা মোতায়েনের দাবি করে আসছেন। তারা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কথা বললেও নির্বাচন কমিশন সেনা মোতায়েনের বিষয়টি নাকচ করে দিয়েছে।
 
মেয়র পদে নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যিনিই মেয়র হিসেবে নির্বাচিত হবেন তার উচিত প্রথম দিন থেকে মানুষের জন্য কাজ শুরু করা। আমার নামে কোন মামলা নেই। সুতরাং আমি প্রথম দিন থেকে কাজ করতে পারবো।
 
নির্বাচনী প্রচারণা শুরুর আগে সাঈদ খোকন আজিমপুরে তারা বাবা ঢাকার প্রথম মেয়র মরহুম মোহাম্মদ হানিফের কবর জিয়ারত করেন।
 
সাঈদ খোকন আওয়ামী লীগের সমর্থন নিয়ে ইলিশ প্রতীকে নির্বাচন করছেন।
 
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এমইউএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।