ঢাকা: আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় নেমেছেন। তিনি কিছুদিন আগে অসংখ্য সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমন মন্তব্য করেন। আওয়ামী লীগ সমর্থিত সিটি নির্বাচনী প্রার্থীদের সমর্থনের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে ভাসানী ন্যাপ।
টুকু বলেন, সিটি করপোরেশন নির্বাচন সঠিক ও সুষ্ঠভাবে হোক এটি বেগম খালেদা জিয়া মূলত বরদাস্ত করতে পারছেন না। এই সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তিনি নির্বাচনী প্রচারণা নেমেছেন।
তিনি বলেন, দীর্ঘ তিনমাস খালেদা জিয়ার পেট্রোল বোমার হাত থেকে শিশু, বৃদ্ধ, যুবক, বাসচালক-হেলপার কেউই রেহাই পায়নি। জনগণ রাস্তায় নামলেই অনিরাপদ হয়ে যেত।
এসব কারণেই জনগণ খালেদাকে ধোলাই দিচ্ছে। পেট্রোলে মানুষ হত্যার ফলাফল স্বরূপ এটি তার প্রাপ্য।
টুকু বলেন, খালেদা জিয়ার দল মিথ্যাচারে চ্যাম্পিয়ন। তারা মার্কিন কংগ্রেসম্যানের বিবৃতি জাল করে। খালেদা যেখানেই যাচ্ছেন সেখানেই ভুক্তভোগীরা তাকে প্রতিহত করছে।
সাবেক স্বরাষ্ট্র খালেদাকে উদ্দেশে করে বলেন, মনে রাখবেন জনগণ কখনোই জামায়াত-শিবিরের সঙ্গী দল আপনাদের ভোট দিবে না। তারা আপনাদের প্রতিহত করবে।
অনুষ্ঠানে ন্যাপ ভাসানীর চেয়্যারম্যান মোস্তাক আহমদ আওয়ামী লীগ সমর্থিত সিটি নির্বাচনের ঢাকা উত্তরের প্রার্থী আনিসুল হক, ঢাকা দক্ষিণের প্রার্থী সাঈদ খোকন এবং চট্রগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী আজম নাসিরের সমর্থনে লিখিত বক্তব্য পাঠ করেন।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এনএইচএফ/আইএএ/আরইউ/কেএইচ/