ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত মেয়র প্রার্থী শহীদুল ইসলাম।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তবে, শহীদুল সরে দাঁড়ালেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে লড়াইয়ের জন্য কার্যক্রম ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাসদ সমর্থিত প্রার্থী অভিনেতা নাদের চৌধুরী।
সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এবং সন্ত্রাসী, গডফাদার, নাশকতা সৃষ্টিকারীরা যেন নির্বাচিত না হতে পারে সেজন্য পরিস্থিতি বিবেচনা ও জাসদ নেতাকর্মীদের অনুরোধে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
নিজের সরে দাঁড়ালেও সাঈদ খোকনকে বিজয়ী করতে নেতাকর্মীদের কাজ করার অনুরোধ জানান তিনি।
শহীদুল বলেন, মাত্র ক’দিন আগেও একটি রাজনৈতিক দল দেশের মানুষের অধিকার আদায়ের নামে নৈরাজ্য সৃষ্টি করেছেন। তাদের সমর্থিত প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রার্থীরা সন্ত্রাসসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। তারা নির্বাচিত হলে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ঢাকার পরিবর্তে সন্ত্রাসের ঢাকা হয়ে যাবে।
নৈরাজ্যকারী যে দলের হোক তাদের প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকনকে বিজয়ী করতে ঢাকাবাসীর প্রতি অনুরোধ জানান জাসদের এ নেতা।
শহীদুল বলেন, ঢাকায় ওয়াইফাই সংযোগ, জনগণের নিরাপত্তায় সিসিটিভি স্থাপন, পিপিপি’র মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, বিদ্যুৎ উৎপাদন, বুড়িগঙ্গা দখলমুক্ত ও রাস্তা প্রশস্তকরণ, বিনোদন কেন্দ্র গড়ে তোলা ছিল আমার নির্বাচনী ইশতেহার।
এসব অঙ্গীকার সাঈদ খোকনকে তার নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির বিবেচনা করার আহ্বান জানান শহীদুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫/আপডেট ১৭২৫
এসইউজে/আরইউ/এইচএ