ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

মনজুর চট্টগ্রামকে ডাস্টবিনের নগরী বানিয়েছেন

সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
মনজুর চট্টগ্রামকে ডাস্টবিনের নগরী বানিয়েছেন ছবি: আ জ ম নাছির উদ্দীন ও মনজুর আলম

চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আ জ ম নাছির বলেছেন, মনজুর আলম পর্যটন নগরী চট্টগ্রামকে ডাস্টবিনের নগরীতে পরিণত করেছেন। তিনি মেয়র পদে ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন।



শুক্রবার (২৪ এপ্রিল) বাংলানিউজের সঙ্গে আলাপকালে সদ্য বিদায়ী মেয়র সম্পর্কে এভাবেই মন্তব্য করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী।

আ জ ম নাছির বলেন, আমার প্রতিদ্বন্দ্বী গতবার অনেক প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিলেন। তার অন্যতম প্রতিশ্রুতি ছিল চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করবেন।

কিন্তু কিছুই করতে পারেননি। ক্ষেত্র বিশেষে দুর্ভোগ বাড়িয়ে তুলেছেন। একটু বৃষ্টি হলে কোনো কোনো এলাকা কোমর পানিতে তলিয়ে যায়।

ব্যর্থতার কারণে মনজুর আলম ভোট চাওয়ার নৈতিক অধিকার রাখেন না। ব্যর্থতার কারণে তার নগরবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন আ জ ম নাছির উদ্দীন।

তিনি আরও বলেন, মনজুর আলম প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র নির্বাচিত হলে অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করবেন। কিন্তু তার ৫ বছর মেয়াদ শেষ হলেও অ্যাডভাইজারি কাউন্সিল গঠন না করে নগরবাসীর সঙ্গে প্রতারণা করেছেন।

আ জ ম নাছির বলেন, এখন ভোট চাইতে গিয়ে কিছুটা জনগণের মনের অবস্থা আঁচ করতে পারছেন। সে কারণে কিছুটা হতাশ। আর হতাশার কারণে আবোল তাবোল বলা শুরু করেছেন।

নির্বাচিত হলে নগরীর জলাবদ্ধতা দূর করতে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহন করবেন বলে জানান নাছির। স্বল্প মেয়াদী পরিকল্পনার মধ্যে থাকবে আসন্ন বর্ষা মৌসুমে নগরবাসীর দুর্ভোগ লাঘব করা। আর দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে নগরবাসীকে স্থায়ীভাবে দুর্ভোগ মুক্ত করতে চান বলে প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, নগরীর উন্নয়নে সরকারের একটি বড় ভূমিকা থাকে। সে কারণে আমি নির্বাচিত হলে সরকারের সঙ্গে সমন্বয় করে নগরীর উন্নয়ন করতে পারব। আমার প্রতিদ্বন্দ্বী একজন ব্যর্থ মেয়র। কোনো ব্যর্থ মেয়রকে নতুন করে মেয়র নির্বাচিত করবে না চট্টগ্রামবাসী।

এক প্রশ্নের জবাবে আ জ ম নাছির বলেন, আমি সারাজীবন অন্যায়ের প্রতিবাদ করে এসেছি। মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা থাকবে।

আপনার বিরুদ্ধে সন্ত্রাসী মদদ দেওয়ার অভিযোগ তোলা হয়, এই অভিযোগ কতুটুকু সঠিক? এ প্রশ্নের জবাবে আ জ ম নাছির বলেন, এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। আমি নির্বাচিত হলে কাজ-কর্মের মাধ্যমে তাদের অপপ্রচারের জবাব দিতে চাই।

নগরবাসী অপপ্রচারের বিভ্রান্ত হবে না, বিজয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান আওয়ামী লীগ সমর্থিত এই প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসআই/এমজেএফ

** মনজুর মেয়র হিসেবে ব্যর্থ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।