ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীর যে পরিমান ভোট ছিলো, খালেদা জিয়ার ওপর হামলার ঘটনায় এর তিনগুণ বেড়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়াকে হত্যা চেষ্টা ও সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়া তিনদিন নির্বাচনী প্রচার কাজে বের হয়েছেন। ওই তিনদিনই তার ওপর হামলা করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। সরকার দলের সমর্থকরা উন্মাদ হয়ে গেছেন। আর তাদের এ অগণতান্ত্রিক আচরণের ফলে বিএনপির আগে যা ভোট ছিল তার চেয়ে তিনগুন বেড়ে গেছে।
প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বচানের ব্যাপারে যদি আপনি সরকারের মতামতের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নিতে না পারেন তাহলে দয়া করে পদত্যাগ করুন। ইতিহাসে আপনার নাম লেখা থাকবে।
তিনি বলেন, সরকারের সোনার ছেলেরা ঘরে ঘরে গিয়ে হুমকি দিচ্ছে আর বলছে আপনারা ভোট কেন্দ্রে গেলে আর ফিরে আসতে পারবেন না। তাই ওদিকে না যাওয়াই ভালো।
আমরা সিটি নির্বাচনের মাধ্যমে বিশ্ববাসীকে দেখিয়ে দেবো বর্তামান সরকারের মাধ্যমে কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না।
মাহবুব হোসেন বলেন, যতই অত্যাচার হোক না কেনো ‘আদর্শ ঢাকার’ নেতাকর্মীরা মাঠে থাকবে।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে প্রতিটি কেন্দ্রে ও আশপাশে সেনাবাহিনীর টহল জোরদার করতে হবে। সরকারের ওপর আমাদের কোনো আস্থা নেই। সারা দেশের মানুষ নির্বাচনে সেনাবাহিনী চায়। শুধু সরকার সমর্থিত প্রার্থীরা চান না।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ অভিযোগ করে বলেন, এ নির্বাচন কমিশন যে নিরপেক্ষ নয় তার একটি বড় প্রমাণ হলো, আদর্শ ঢাকা এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের পক্ষ থেকে ইসিকে বার বার দেখা করার জন্য চিঠি দেওয়া হলেও তার ব্যস্ত থাকার অজুহাত দেখিয়ে আমাদের সঙ্গে দেখা করেনি। অথচ সহস্র নাগরিকগণ একটি অবৈধ দাবি নিয়ে ইসির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে।
সংবাদ সম্মেলনে ছিলেন- বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাবের) মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এনএইচএফ/এসএন/বিএস