ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

পূরবী হলের সামনে মাহীর গণসংযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
পূরবী হলের সামনে মাহীর গণসংযোগ মাহী বি চৌধুরী / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মিরপুরে পূরবী সিনেমা হলের সামনে থেকে শুক্রবারের (২৪ এপ্রিল) প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী মাহী বি চৌধুরী।
 
এদিন (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হলের সামনে উপস্থিত পথচারীদের কাছে ভোট ও দোয়া চান।


 
সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী এ সময় নিজেকে ‘রাজনৈতিক পরিমণ্ডলে মানুষ হওয়া একজন’ বলে সবার কাছে পরিচিত করান।
 
ঢাকাবাসীর নিরাপত্তা, নারী ও শিশুদের বাসযোগ্য পরিচ্ছন্ন ঢাকা গড়তে পাশে থাকার আহ্বান জানান মাহী। ‘ঈগল’ প্রতীকে ভোট দিয়ে নগরবাসীর সেবার সুযোগ দিতেও আহ্বান জানান তিনি।
 
মাহীর মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম জানান, এরপর মিরপুর সাড়ে ১১, পল্লবী, রূপনগর, মিরপুর স্টেডিয়াম, ১০ নম্বর গোলচত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলায় পথসভা ও গণসংযোগ করবেন মাহী।
  
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসকেএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।