ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

আনিসুল হকের প্রচারে মমতাজ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
আনিসুল হকের প্রচারে মমতাজ ছবি: জিএম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আনিসুল হককে ভালো মানুষ উল্লেখ করে তার জন্য ভোট চাইলেন কন্ঠশিল্পী মমতাজ।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে ‘সমাধান যাত্রার গান’ নামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ ভোট চান।

এ সময় মমতাজ ছাড়াও আরও কয়েকজন কণ্ঠশিল্পী আনিসুল হকের জন্য ভোট চান।

অনুষ্ঠানে শিল্পীরা বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য আনিসুল হক’ই যোগ্য প্রার্থী।

তারা বলেন, ঢাকার সমস্যা চিহ্নিত, এখন প্রয়োজন এসব সমস্যার সমাধান। আর সমাধানের জন্য আসিনুল হকের মত যোগ্য প্রার্থী প্রয়োজন।

সোয়া ৪টার দিকে সপরিবারে আনিসুল হক অসেন ওই অনুষ্ঠানে।

এ সময় তিনি বলেন, মেয়র হয়ে আমি আপনাদের সমস্যা সমাধান করব। যাতে আপনাদের পাশে থাকতে পারি সেজন্য ঘড়ি প্রতীকে ভোট দেন।

আব্দুন-নুর তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে ছিলেন নিশীতা, কিশোর, জয়, পারভেজসহ আরও অনেক শিল্পী।  

এছাড়া সরকার সমর্থিত কাউন্সিলর প্রার্থী আসলাম ও খালেদা নাহার বিউটির পক্ষেও প্রচারণা চালানো হয় অনুষ্ঠানে।
 
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
জেপি/এসএন/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।