ঢাকা: কোনো ধরনের ভয় না পেয়ে ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ভয় করবেন না।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নির্বাচনী প্রচারণায় স্বামীবাগ আশ্রমে যান আফরোজা আব্বাস। সেখানে উপস্থিত ভোটারদের প্রতি এ আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আমার স্বামীর নামে (মির্জা আব্বাস) মামলা রয়েছে। সরকার তাকে জামিন দেয়নি। আমি আপনাদের কাছে ‘মগ’ প্রতীকে ভোট চাই।
আফরোজা আব্বাস বলেন, নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অধিকার রয়েছে সবার। কিন্তু আমাদের দলের অনেকে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারছেন না। সরকার জামিন দিচ্ছেন না, হয়রানি করছে। আমি আপনাদের কাছে নালিশ দিয়ে গেলাম।
এর আগে বিকেল ৩টার পর নারিন্দা রোডে মাধব গৌড়ীয় মঠে যান আফরোজা আব্বাস। সেখান থেকে শুক্রবারের নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। সেখানে তিনি বলেন, আমি সবার সহযোগিতা চাই, ভোট চাই।
মঠ থেকে বের হয়ে প্রচার চালিয়ে স্বামীবাগ আশ্রমে যান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসকে/জেডএস