ঢাকা: আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সেনা মোতায়েনই চাইলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ষষ্ঠ দিনের নির্বাচনী প্রচারণায় শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর নর্দা বাস্ট্যান্ডে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তিনি ইসির কাছে এ দাবি করেন।
খালেদা জিয়া বলেন, এ সরকার আবারও ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চাইছে। সরকার দলীয় প্রার্থীদের সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন তাদের ইচ্ছে মতো সেনা মোতায়েনের সিদ্ধান্ত দিয়েও আবার উইথড্রো (প্রত্যাহার) করে নিয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে হলে সেনা মোতায়েন করতে হবে।
দলের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, সরকারদলীয় প্রার্থীদের ভোট দিলে দেশের মতো ঢাকার নিরাপত্তাও ভেঙে পড়বে। দেশের মা-বোনদের ইজ্জতহানি হবে।
খালেদা জিয়া সরকারকে ‘জালিম’ বলে অভিযুক্ত করে বলেন, টিএসসিতে মা-বোনদের ওপর যে ঘটনা ঘটালো তাদের গুণ্ডা বাহিনী, এর এখনও কোনো বিচার হয়নি এখনও। আমি যেন নির্বাচনী প্রচারণায় নামতে না পারি এবং আমাদের প্রার্থী যেন জয়ী হতে না পারে, সেজন্য আমার গাড়িবহরেও হামলা চালিয়েছে সরকারের গুণ্ডা বাহিনী।
তিনি বলেন, এই সরকার সন্ত্রাসী, জনসমর্থনহীন। তাদের প্রার্থীদের ভোট দিলে জনগণ নিরাপত্তা পাবে না। পহেলা বৈশাখে সরকারের গুণ্ডাবাহিনী নারীদের ওপর নির্যাতন করেছে। এই সরকারের জনগণের নিরাপত্তা দিতে পারছে না।
ঢাকা ও চট্টগ্রামকে নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য করে গড়ে তোলার সুযোগ দিতে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসজেএ/এইচএ