ময়মনসিংহ: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকনের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল।
তরুণ এ সংসদ সদস্যের নেতৃত্বে গফরগাঁও যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা গত এক সপ্তাহ ধরে ঢাকা দক্ষিণের ১৪ নম্বর ওয়ার্ডের ঝিগাতলা ও হাজারীবাগ এলাকায় ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন।
দলীয় সূত্র জানায়, ঢাকা দক্ষিণের ১৪ নম্বর ওয়ার্ডে বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল ও গফরগাঁওয়ের অনেক বাসিন্দা স্থায়ীভাবে বসবাস করেন। আসন্ন সিটি নির্বাচনে এ ওয়ার্ডের ভোটব্যাংক বড় ফ্যাক্টর বলে মনে করছেন দলীয় নেতা-কর্মীরা। এ বিশাল ভোটব্যাংক নিয়ে ময়মনসিংহেও অনেক জল্পনা-কল্পনা হচ্ছে।
জনসংযোগকালে তরুণ আওয়ামী লীগ নেতা ফাহমি গোলন্দাজ বাবেলের সঙ্গে থাকছেন গফরগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সম্পাদক মোস্তফা কামাল মনিসহ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
সাঈদ খোকনের জয় সুনিশ্চিত- দাবি করে ময়মনসিংহের কিংবদন্তী রাজনীতিবিদ প্রয়াত আলতাফ হোসেন গোলন্দাজের পুত্র বাবেল বলেন, সাঈদ খোকন ক্লিন ইমেজের জনপ্রিয় একজন প্রার্থী। সাধারণ ভোটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।
প্রচারণায় আমাকে পেয়ে ভোটাররা আনন্দিত। আমরা দৃঢ় বিশ্বাস উন্নয়নের স্বার্থেই সাধারণ ভোটাররা আগামী ২৮ এপ্রিল ইলিশ প্রতীকে ভোট দিয়ে সাঈদ খোকনের জয় নিশ্চিত করবেন, বলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
আরএম