ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচনী এলাকায় জরুরি সেনা চায় বিএনপি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
নির্বাচনী এলাকায় জরুরি সেনা চায় বিএনপি

ঢাকা: আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠ, অবাধ ও ভয়-ভীতিমুক্ত করতে নির্বাচনী এলাকায় জরুরি ভিত্তিতে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি।

শুক্রবার (২৪ এপ্রিল) দলের পক্ষে সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।



বিবৃতিতে অভিযোগ করা হয়, ঢাকা উত্তরার ৩৩ নং ওয়ার্ডের যুবদল সভাপতি এম এ মান্নান ও মোহাম্মদপুর থানার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহাগকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। শুক্রবার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. বাবুল শিকদারকে গ্রেফতার করে জেলহাজতে নিয়ে গেছে। এদিন নির্বাচনী প্রচারণাকালে মধুবাগ থেকে উত্তরের ৩৫ নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেন এবং ২৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল গাজীসহ তিনজনকে পুলিশ গ্রেফতার করে।

বিএনপির বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর ও দক্ষিণ) এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকায় বিএনপি দলীয় নেতাকর্মীদের ওপর সরকার দলীয় লোকদের হামলা ও আইন-শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গ্রেফতার অভিযান নির্বাচনী পরিবেশকে কেবল আতঙ্কগ্রস্ত করে তোলেনি, বরং সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠ, অবাধ ও ভয়-ভীতিমুক্তভাবে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়েও যথেষ্ট সংশয় দেখা দিয়েছে। তিন সিটি কর্পোরেশন এলাকায় যেভাবে বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতারের হিড়িক চলছে তাতে বিরোধী প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারাভিযানে অংশ নেওয়া দুঃসাধ্য হয়ে উঠেছে।

বিবৃতিতে তিন সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকায় জরুরি সেনা মোতায়েনের দাবির পাশাপাশি গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।