ঢাকা: ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী না নামানোর সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এ উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন দলমতের মানুষ সিটি নির্বাচনে সেনাবাহিনী নামানোর ব্যাপারে একমত হলেও, নির্বাচন কমিশন কার ইশারায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করেছে, তা দেশবাসী জানতে চায়।
ঢাকার দুই সিটিতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবশ্যই সেনা মোতায়ন করতে হবে, বলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল, ২০১৫
এলকে/আরএম