ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে বিএনপির দুই নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
ঝিনাইদহে বিএনপির দুই নেতা আটক

ঝিনাইদহ: নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহে বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন বিএনপির সভাপতি ইজ্জত আলী ও সদর থানা যুবদলের যুগ্ম-সম্পাদক মনোয়ার হোসেন বাবুল।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে জানান, নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে শহরের ব্যাপারীপাড়া থেকে ইজ্জত আলীকে ও গয়েশপুর এলাকা থেকে মনোয়ার হোসেন বাবুল আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫ 
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।