ঢাকা: একদিনের আন্তর্জাতিক (ওডিআই) সিরিজে ‘বাংলাওয়াশ’ করার পর একমাত্র টি-টোয়েন্টিতেও পাকিস্তানকে পরাজয়ের তিক্ত স্বাদ দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় খালেদা জিয়া বলেন, জাতীয় ক্রিকেট দলের এই গোরবময় সাফল্যে আমি দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এইচএ/।