ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

সরকার যেন ভয় পেয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
সরকার যেন ভয় পেয়েছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: প্রচারণায় বাধা পাচ্ছেন বলে আবারও অভিযোগ করে ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী মাহী বি চৌধুরী বলেছেন, সরকার যেন ভয় পেয়েছে।

তিনি বলেন, আমাদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, নেতাকর্মীদের মারধর করা হচ্ছে এবং পোস্টার ছিঁড়ে বস্তায় ভরা হচ্ছে।



শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় মিরপুর পূরবী সিনেমা হলের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পরে তিনি বেগম রোকেয়া  অ্যাভিনিউ, মিরপুর (সাড়ে ১১), পল্লবী, রুপনগর, মিরপুর স্টেডিয়াম, ১০ নম্বর গোলচক্কর, কাজীপাড়া, শেওড়াপাড়া ও তালতলায় পথসভা এবং গণসংযোগ করেন।

এ সময় ঢাকাবাসীকে আগামী ২৮ এপ্রিলের সিটি নির্বাচনে তাকে ‘ঈগল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বানও জানান মাহী বি চৌধুরী।  

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘন্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসকেএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।