ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

সবুজবাগে হামলায় এক কমিশনার প্রার্থীর ৫ কর্মী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
সবুজবাগে হামলায় এক কমিশনার প্রার্থীর ৫ কর্মী আহত ছবি: দীপু/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর সবুজবাগে ৫নং ওয়ার্ডে কমিশনার প্রার্থী মো. ইসমত ত্বকির কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে।

হামলায় নির্বাচনী কর্মী ও সবুজবাগের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিসহ পাঁচজন আহত হয়েছেন।



হামলার পর থেকে কর্মী ফয়সালকে খুজেঁ পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন এই কমিশনার প্রার্থী।

আহত অন্য চারজন হলেন-ছোটো শাকিল, ইশতিয়াক, অনীক এবং রাকিবুদ্দিন। এদের মধ্যে রাকিবুদ্দিনের ডান পা ভেঙে গেছে এবং ইশতিয়াকের মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। আহতদের প্রত্যেককেই মুগদার পাঁচশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে একই ওয়ার্ডের অপর প্রার্থী আশরাফুজ্জামান শরীফের কর্মীরা অতর্কিতে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইসমত ত্বকি।

শুক্রবার ( ২৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে হাসপাতালে গিয়ে দেখা পাওয়া যায় এ প্রার্থীর। তখন ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি এমন দাবি করেন।

রাত সাড়ে নয়টার দিকে হামলার ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট থানায় রাতে কোনো অভিযোগ দাখিল বা মামলা করেননি কমিশনার প্রার্থী মো. ইসমত ত্বকি।
সবুজবাগ থানার ডিউটি অফিসার প্রশান্ত বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ইসমত ত্বকি। এ বিষয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।

রাতে মুগদা জেনারেল হাসপাতালে গিয়ে আহত ছাত্রলীগ নেতা শাকিলের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনী প্রচারণা শেষ করে রাকিব, ছোটো শাকিল, ইশতিয়াক এবং অনীককে সঙ্গে নিয়ে সন্ধ্যায় দক্ষিণ সবুজবাগের বাসায় ফেরেন।

সেখানে তারা ভোটার তালিকা ক্রমানুসারে সাজানোর কাজ করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ ৫০-৬০ জন অস্ত্র-শস্ত্র নিয়ে সেখানে অতর্কিতে হামলা চালায়। এক পর্যায়ে শাকিল এবং রাকিবুদ্দিন হামলা থেকে বাঁচতে তিনতলা বাসার ছাদে গিয়ে আশ্রয় নেন। হামলাকারীরা সেখানে তাদের উপর গুলি ছুঁড়লে তারা পাশের বাসার টিনের চালে লাফিয়ে পড়েন। এক পর্যায়ে পুলিশ ও এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে।

তিনতলা থেকে লাফিয়ে পড়ায় রকিবুদ্দিনের ডান পা ভেঙে গেলেও তিনি সামান্য আহত হয়েছেন বলেও জানান শাকিল।

হাসপাতালের বিছানায় শুয়ে শাকিল বলেন, প্রার্থী আশরাফুজ্জামান ফরিদ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হলেও স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইসমত ত্বকির হয়ে কাজ করছেন। পরাজয় নিশ্চিত জেনে সন্ত্রাসীদের দিয়ে তিনি এ হামলা করিয়েছেন।  

হামলাকারী কয়েকজনের নাম উল্লেখ করে বাংলানিউজকে শাকিল আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সাঙ্গে তার কথা হয়েছে। তিনি তাদের নিরাপদে থাকতে বলেছেন। পরে বিষয়টি তিনি দেখবেন বলে জানিয়েছেন।

হামলার অভিযোগের বিষয়ে জানতে কমিশনার প্রার্থী আশরাফুজ্জামান ফরিদকে রাতে তার মোবাইলে কল দেওয়া হলে তিনি ফোনকল রিসিভ করেননি। সবুজবাগ ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কমিশনার প্রার্থী হিসেবে আশরাফুজ্জামান ফরিদ ‘রেডিও’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

অপরদিকে আওয়ামী লীগেরই স্থানীয় নেতা মো. ইসমত ত্বকি ‘মিষ্টি কুমড়া’ প্রতীক নিয়ে নির্বাচনে আছেন।

বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এমএইচপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।