ঢাকা: সরকার সিটি করপোরেশন নির্বাচনকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মীর্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
শনিবার (২৫ এপ্রিল) সকাল দশটার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় প্রচারণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আফরোজা আব্বাস বলেন, আমরা মনে করেছিলাম, শান্তিপূর্ণ একটা সিটি নির্বাচন হবে। কিন্তু সরকার সংঘাতপূর্ণ আচরণ করছে। হামলা করছে, কর্মীদের ধরে নিয়ে যাচ্ছে। পোলিং এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, গণমাধ্যম ও জনগণ আমাদের বড় শক্তি। জনগণকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে বলবো। ভোট প্রদান করা আপনাদের অধিকার। আমরা ভোট ডাকাতিও করবো না, কাউকে ভোট ডাকাতি করতেও দেবো না।
মির্জা আব্বাসকে ঢাকার সাবেক মেয়র হিসেবে সফল উল্লেখ করে আফরোজা আব্বাস বলেন, সরকার দলীয় মেয়র প্রার্থী ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। তাকে পেতে উত্তরে যেতে হবে। কিন্তু মির্জা আব্বাস দক্ষিণের প্রার্থী, তিনি দক্ষিণেই থাকেন।
তিনি বলেন, ঢাকার মূল সমস্যা সন্ত্রাস, নিরাপত্তা, মাদক। ঢাকার মানুষ সুষ্ঠু পরিবেশে থাকতে চায়। এই পরিবেশ বদলে দিতে চাই। এজন্য মির্জা আব্বাসকে ভোট দেবেন।
এ প্রচারণাকালে আফরোজা আব্বাসের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দীন আহমদ।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, খালেদা জিয়ার ওপর তিনবার হামলা হলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু যখন তিনি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রচারণায় নেমেছেন, তখন নির্বাচন কমিশন তাকে নোটিশ প্রদান করেছে। এতেই বোঝা যায়, এই নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট।
অধ্যাপক এমাজ উদ্দীন আহমদ আরও বলেন, সিটি করপোরেশনের এই নির্বাচন যদি সুষ্ঠু না হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড হয় তাহলে পরিস্থিতি কঠিন হয়ে যাবে। সিটি নির্বাচন সুষ্ঠু না হলে রাজনৈতিক পরিবেশ অসুস্থ হয়ে পড়বে। আর এজন্য দায়ী থাকবে সরকার এবং সরকারের অনুগত নির্বাচন কমিশন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রাবাড়ীর মীর হাজীবাগে সকাল দশটায় নির্বাচনী প্রচার শুরু করে আফরোজা আব্বাস এলাকার বিভিন্ন রাস্তায় হেঁটে মানুষের কাছে ভোট চান। এ সময় তার সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ছিলেন।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এসকে/এএসআর