ঢাকা: গাড়ি বহর নিয়ে সিটি নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সতর্ক করে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন।
শনিবার (২৫ এপ্রিল) বেলা সোয়া ১১টার সময় নির্বাচন কমিশনের (ইসি) নোটিশটি বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে পাঠানো হয়।
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা স্টাফ অফিসার নওয়াবুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা না চালানোর জন্য নোটিশে অনুরোধ করা হয়েছে।
এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের খালেদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।
নির্দেশনায় উল্লেখ করা হয়-ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গাড়িবহর নিয়ে দলের সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণায় নিয়োজিত থাকায় জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। পাশাপাশি তার গাড়িবহরে কিছু ব্যক্তি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করছে। এ বিষয়ে ১৮ এপ্রিল থেকে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রতিনিয়ত সংবাদ প্রচারিত হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রতিনিয়ত প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় সে সব সংবাদ প্রচারিত হচ্ছে, তা পর্যালোচনা করলে দেখা যায়, সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা-২০১০ এর সুস্পষ্ট লঙ্ঘন।
নির্দেশনায় আচরণবিধির-৬ ধারার প্রচারণা সংক্রান্ত বাধা-নিষেধ, সভা-সমিতি ও অনুষ্ঠানে বিধি-নিষেধ, মিছিল বা শোডাউনে বাধা-নিষেধ, উস্কানিমূলক বক্তব্য ও অনভিপ্রেত গোলযোগ সৃষ্টির বাধা-নিষেধের কথাও উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় এসব কাজ বিধিমালা পরিপন্থি এবং বিধি-৯ মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ বলে রিটার্নিং কর্মকর্তাকে স্মরণ করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
এছাড়া, জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে বিধি ভঙ্গের বিষয়টি নজরে এনে সতর্ক করতে বলেছে ইসি। একইসঙ্গে তা নির্বাচন কমিশনকে জানাতেও বলা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দায়িত্বশীল এক সূত্র জানিয়েছে, রাতেই খালেদা জিয়াকে সতর্ক হওয়ার জন্য নোটিশ প্রস্তুত করা হয়েছে। সকালেই নয়া পল্টনেই বিএনপির কার্যালয়ে তা পৌঁছে দেওয়া হবে। এতে কখন, কীভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন তার সব ব্যাখ্যা এবং গণমাধ্যমের সংবাদগুলোও জুড়ে দেওয়া হবে।
একইসঙ্গে তাকে ভবিষ্যতে আর এ ধরনের কার্যক্রমে না জড়াতে অনুরোধও করা হবে বলে জানায় ওই সূত্র।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুল মোবারক বাংলানিউজকে বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদকে সতর্ক করা হলে খালেদা জিয়াকে কেন নয়?
এদিকে, খালেদা জিয়া যেন গাড়িবহর নিয়ে আর নির্বাচনী প্রচারণায় না যেতে পারেন এজন্য ডিএমপি কমিশনারকেও একটি নির্দেশনা দেবে নির্বাচন কমিশনার। বিশেষ বাহকের মাধ্যমে নির্বাচন কমিশনই এটি পাঠাবে।
এছাড়া, রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতকেও নির্দেশনা দেবে কমিশন। যদি খালেদা জিয়া আইন বহির্ভূতভাবে প্রচারণা থেকে বিরত না হন, তবে আচরণবিধি ভঙ্গের কারণে ব্যবস্থা নেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত।
খালেদা জিয়া আচরণবিধি লঙ্ঘন করছেন বলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিইসির কাছে অভিযোগ করেন আওয়ামী লীগ সমর্থক গ্রুপ সহস্র নাগরিক কমিটি। খালেদার প্রচারণার কারণে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে এবং উত্তেজনার সৃষ্টি হচ্ছে বলেও যুক্তি দেখিয়েছেন তারা। একইসঙ্গে তারা সিইসির কাছে এজন্য আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।
যদিও নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, খালেদা জিয়া সরকারের সুবিধাভোগী ব্যক্তির আওতায় পড়েন না। এজন্য তার প্রচারণা চালাতেও কোনো অসুবিধা নেই। তবে তা হতে হবে আইনের মধ্যে।
সম্প্রতি বিএনপি সমর্থিত ঢাকা উত্তর ও দক্ষিণের দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও মির্জা আব্বাসকে সতর্ক করে ইসি। ওই সতর্ক বার্তায় খালেদা জিয়া গাড়িবহর নিয়ে প্রচারণা চালানোর বিষয়ে আপত্তি জানান রিটার্নিং কর্মকর্তারা।
আগামী ২৮ এপ্রিল ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করবে ইসি। আর প্রচারণা বন্ধ হবে ২৬ এপ্রিল মধ্যরাতে।
আসন্ন ডিসিসি নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চাইতে গত শনিবার (১৮ এপ্রিল) প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় নামেন খালেদা জিয়া। পরদিন রোববারও (১৯ এপ্রিল) নির্বাচনী প্রচারণা চালান তিনি। সোমবার (২০ এপ্রিল) টানা তৃতীয় দিনের মতো প্রচারণায় বেরিয়ে রাজধানীর কারওয়ান বাজারে তার গাড়িবহর হামলার শিকার হয়। এরপর মঙ্গল ও বুধবারও (২১ ও ২২ এপ্রিল) যথাক্রমে ফকিরাপুল ও বাংলামটরে হামলার শিকার হয় খালেদার গাড়িবহর।
বাংলামটরে হামলায় খালেদাকে বহনকারী গাড়ি ও তার সিকিউরিটি ফোর্সের সদস্যরাও ক্ষতিগ্রস্ত হন। সেসব কারণ দেখিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাঠে নামেননি বিএনপি চেয়ারপারসন। শুক্রবারেও প্রচারণায় নেমেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫/আপডেট: ১২০৪ ঘণ্টা
ইইউডি/এসইউ/জেডএস