ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের মানববন্ধনে হামলা চালিয়েছে আওয়ামী লীগ সমর্থক কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্বাধীনতা ফোরাম।
শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী সমর্থিতদের মানববন্ধন থেকে স্বাধীনতা ফোরামের মানবন্ধনে হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীনতা ফোরামের মানববন্ধনটি শুরু হতেই অতর্কিত হামলা চালান আওয়ামী লীগ সমর্থক সংগঠনের নেতা-কর্মীরা। তারা বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে অংশগ্রহণকারীদের বেশ কয়েকজনকে আহত করেন।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
ইউএম/এমজেএফ