ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ভোটে অপকর্ম করলে বিচার হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
ভোটে অপকর্ম করলে বিচার হবে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচনের দিন দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বলেছেন, আমরা নির্বাচন করতে চাই, ভোটাররা ভোট দিতে চান। তবে যারা অপকর্ম করবেন, সেইসব কর্মকর্তাদের অপকর্মের দায়ে জনতার আদালতে বিচার হবে।

  

শনিবার (২৫ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।   

হান্নান শাহ অভিযোগ করেন, প্রত্যেক জায়গায় বিএনপি প্রার্থীরা বাধার সম্মুখীন হচ্ছেন। কিছু লোক সাদা পোশাকে দেখলে মনে হয়, নিরাপত্তা বাহিনীর সদস্য, তারা বাধা দিচ্ছেন। প্রধান নির্বাচনী এজেন্টকেও বাধা দেওয়া হয়েছে।

গেণ্ডারিয়া, ফরিদাবাদসহ বিভিন্ন এলাকার কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা চালাতে পারছেন না। নির্বাচনী এজেন্টদের বাসায় বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন দায়সারা গোছের একটি নির্বাচন করতে চাইছে।
 
ভোটাররা নিরাপদে ভোট দিতে পারবেন কি-না তা নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ভোটের পর তার ফলাফল সঠিকভাবে প্রতিফলিত হবে কি-না তা নিয়েও সন্দেহ রয়েছে। এজন্য বিএনপির স্বেচ্ছাসেবকরা ভোটকেন্দ্রে থেকে কাজ করবেন। কেউ ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে প্রতিহত করবেন।

নির্বাচনী দায়িত্ব পালনকারীরা নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।  

আবারো নির্বাচনী এলাকা ও ঝূঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সেনা মোতায়েনের দাবি জানিয়ে হান্নান শাহ বলেন, যেখানে ভোট গনণা করা হবে, তার আশপাশে সেনাবাহিনী থাকবে। সেনানিবাসে বসে থাকলে কাজ হবে না। সেনানিবাস থেকে যেতে যেতে সন্ত্রাসীরা অপকর্ম করে চলে যাবে। ভোটাররাও সেনাবাহিনী চাইছেন। সেনাবাহিনী থাকলে তারা ভোট ছিনতাই ও ভোট কারচুপি করতে পারবেন না। তারা সুষ্ঠু নির্বাচন চান না বলেই সেনাবাহিনী মোতায়েন করতে চান না। আবেদন নয় দাবি করছি, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দুইদিন আগে সেনা মোতায়েন করা হোক।  

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা নাজিমুদ্দিন আলম, হেলেন জেরিন খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
আইএইচ/এএসআর 

** ‘খালেদাকে দেওয়া ইসি’র নোটিশ অকার্যকর’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।