ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

সেনা অবস্থান নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
সেনা অবস্থান নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনীর অবস্থান নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
 
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) সেমিনার হলে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।


 
সুরঞ্জিত বলেন, সিটি নির্বাচনে রির্টানিং কর্মকর্তার অধীনে সেনাবাহিনী থাকবে। রির্টানিং কর্মকর্তা ঠিক করবেন, কোথায় সেনাবাহিনী থাকবে আর কী করবে।
 
তিনি বলেন, ঢাকা ও দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যবর্তী স্থানে ক্যান্টনমেন্ট। এখান থেকে উভয় দিকে চলাচল করা সহজ। কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি হলে ম্যাজিস্ট্রেট দ্রুত তাদের নিয়ে যেতে পারবেন।

তিনি আরও বলেন, এ নিয়ে বিএনপি নতুন করে হইচই ও প্রশ্ন তুলছে। নির্বাচন কমিশন সুষ্ঠ‍ু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর।
 
সেনাবাহিনীর অবস্থান নিয়ে বিএনপি মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে বলে অভিযোগ করেন সুরঞ্জিত।
 
মানুষকে বিভ্রান্ত ও বাড়াবাড়ি না করে উভয়পক্ষকে শান্ত থেকে নির্বাচনে সহায়তা করার আহ্বান জানান তিনি।
 
সিটি নির্বাচন সম্পর্কে তিনি বলেন, তিন সিটি নির্বাচনে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। কোথাও কোনো ঝামেলা নেই। খালেদা জিয়া প্রচারণায় বের হয়ে কিছুটা অশান্ত পরিবেশ সৃষ্টি করেছেন। এখন তিনি বের না হলে পরিবেশ অশান্ত হবে না।
 
তিনি আরও বলেন, এবার সিটি নির্বাচনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়টি প্রাধান্য পাওয়ায় খুবই ভালো হয়েছে।
 
আশুলিয়ায় ব্যাংক ডাকাতি বিষয়ে সুরঞ্জিত বলেন, এটি মর্মান্তিক ঘটনা। দেশকে আবারও অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
 
ডাকাতি প্রতিহত করতে বীরের মতো যারা মারা গেছেন, তাদের পরিবারের দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
আরইউ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।