ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

‘নতুন মার্কেট বানাতে দেবো না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
‘নতুন মার্কেট বানাতে দেবো না’ নাদের চৌধুরী / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র নির্বাচিত হলে দশ বছরে নতুন কোনো মার্কেট বানাতে দেবেন না বলে প্রতিশ্রুতি দিলেন জাসদ সমর্থিত মেয়র প্রার্থী অভিনেতা নাদের চৌধুরী।

তিনি বলেন, ঢাকার প্রধান সমস্যা যানজট।

সিটি কর্পোরেশনের প্রধান সমস্যা দুর্নীতি ও যানজট। এটা বন্ধ করতে হলে সর্বাগ্রে সিটি কর্পোরেশনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে।
 
শনিবার (২৫ এপ্রিল) সকালে ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘কেমন মেয়র হবো’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।   বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন- দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।
 
নাদের চৌধুরী বলেন, আমি নির্বাচিত হলে ঢাকা উত্তরে দশ বছরের মধ্যে নতুন কোন মার্কেট করতে দেবো না। প্রয়োজনে যেসব মার্কেট আছে সেগুলো বহুতল ভবন করার সুযোগ দেবো। তাছাড়া সকল মার্কেটে শতভাগ গাড়ি পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা হবে।
 
যানজটমুক্ত করার জন্য ট্রাফিকিং এনফোর্সমেন্ট সিস্টেম চালু করা হবে। কোন মার্কেটে ট্রাফিকিং ব্যবস্থা না থাকলে সেখানে জরিমানা করা হবে। অবৈধভাবে গাড়ি পার্কিং করলে শাস্তির ব্যবস্থা করা হবে। এসব করতে পারলে যানজট সমস্যা অনেকাংশেই কমে যাবে।
 
তিনি বলেন, বিগত তিন দশকে অনেক প্রজ্ঞা ও মেধা সম্পন্ন মেয়র এই ঢাকা শহর চালিয়েছেন। তার পরেও ঢাকা নানাবিধ সমস্যায় জর্জরিত। এর কারণ তারা কোন সমস্যাই শক্ত হাতে দমন করতে পারেনি শুধু দলীয় প্রভাবের কারণে। সেজন্যই আমি প্রথমেই চাইবো সিটি কর্পোরেশনকে দলীয় প্রভাবমুক্ত রাখার।
 
এসময় তিনি উপস্থিত সবার কাছে ময়ূর প্রতীকে ভোট দিয়ে ঢাকা উত্তরের মেয়র নির্বাচিত করার আহ্বান জানান।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, বাহাউদ্দিন আহমদ বাবুল, মোয়াজ্জেম হোসেন খান মজলিস, জোনায়েদ সাকি, মওলানা ফজলে বারী মাসউদ, আবদুল্লাহ আল কাফী, গাজী মোহাম্মদ শহিদুল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাঈদ খোকন, বজলুর রশীদ ফিরোজ, শহীদুল ইসলাম, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. বদিউল আলম মজুমদার, স্থপতি মোবাশ্বের হোসেন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এসএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।