কুষ্টিয়া: খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনাকে বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন সংর্ঘষের ঘটনা বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে দশটায় শহরের আমলা পাড়ায় একটি বহুতল ভবন নির্মাণ অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনে বাধা বিঘ্ন ঘটেনি। প্রার্থীরাও তেমন কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করেনি। সাম্প্রতিক কালে খালেদা জিয়া অংশগ্রহণ করার পর থেকে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে এবং তাকে কেন্দ্র করে কয়েকটা বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন সংর্ঘষের ঘটনা ঘটেছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো ভোট আগুন সন্ত্রাসীদের রেহাই দেবে না। যেমন ৭১, ৭৫ ও ২১ আগস্টের খুনি দায়মুক্তি পাবে না, তেমন প্রত্যেকটা আগুন সন্ত্রাসী ও খালেদা জিয়া দায়মুক্তি পাবে না।
তিনি আরো বলেন, উন্নয়ন ও শান্তির বিকল্প খালেদা জিয়া নন। বাংলাদেশের শান্তির জন্যে, উন্নয়নের জন্যে জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসীরা ক্ষমতায় আসতে পারবে না। সুতারাং খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করুক আর না করুক দায়মুক্তি পাচ্ছেন না।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এসএইচ