ঢাকা: আজ নির্বাচিত হলে, কালই সব সমস্যার সমাধান করা যাবে, এমন কোন আলাদিনের চেরাগ নেই মেয়রদের হাতে। তবে আলো নেভানোর জন্য অনেক রকম ব্যবস্থা রয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘কেমন মেয়র হবো’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।
আনিসুল হক বলেন, বিদ্যমান ক্ষমতার মধ্যে থেকে কিভাবে একজন মেয়র ভালো ভাবে কাজ করেত পারে তা খুজে বের করতে হবে। এজন্য প্রয়োজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির যিনি অন্য সবগুলো সংস্থার সাথে সমন্বয় করে কাজ করতে পারবেন। যার অতীত রেকর্ড ভালো। যে ব্যক্তি সরকারের সাথে ভালো সমঝোতার মাধ্যমে কাজ আদায় করতে পারবেন তাকেই মেয়র নির্বাচিত করা উচিত।
তিনি বলেন, আমার সংগঠণ চালানোর অতীত অভিজ্ঞতা রয়েছে। আমি জানি কিভাবে কাজ করতে হয়। তাই আমি মনেকরি মেয়র নির্বাচিত হলে অন্যদের চাইতে কাজ করার ক্ষমতা আমার বেশী থাকবে।
আনিসুল হক বলেন, ঢাকাকে সিঙ্গাপুরের মতো সুন্দর নগরী করা অসম্ভব নয়। এরজন্য দরকার শুধু পরিকল্পনা করে সেই মোতাবেক পথ চলা। এমন ঢাকা গড়ার প্রত্যাশায়ই আমি ডিসিসি নির্বাচনে অংশ নিয়েছি। এরজন্য একজন মেয়রের সততা ও ইচ্ছা শক্তি থাকা দরকার। আমি মনে করি ৫ বছর কাজ করতে পারলে ঢাকার চেহারা অবশ্যই পাল্টানো যাবে। ঢাকাকে সুন্দর নগরীতে পরিণত করা যাবে।
এসময় তিনি উপস্থিত সবার কাছে টেবিল ঘড়ি মার্কায় ভোট চান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আওয়াল, বাহাউদ্দিন আহমদ বাবুল, নাদের চৌধুরী, মোয়াজ্জেম হোসেন খান মজলিস, জোনায়েদ সাকি, মাওলানা ফজলে বারী মাসউদ, আবদুল্লাহ আল কাফী, গাজী মোহাম্মদ শহিদুল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাঈদ খোকন, বজলুর রশীদ ফিরোজ, শহীদুল ইসলাম, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. বদিউল আলম মজুমদার, স্থপতি মোবাশ্বের হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এসএম