ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মর্মে নোটিশ দেওয়ায় নির্বাচন কমিশনকে (ইসি) স্যালুট জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে ‘সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতি, নগরবাসীর প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি স্যালুট জানান।
আমরা নগরবাসী নামের একটি সংগঠন এ গোলটেবিলের আয়োজন করে।
এর আগে নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়াকে আচরণবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। এ বিষয়টি সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব সিরাজুল ইসলাম।
কামরুল ইসলাম বলেন, পুরো ঢাকায় নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না। কিন্তু খালেদা জিয়া প্রচারণায় নেমেই যত সমস্যার সৃষ্টি হয়েছে। বরং খালেদাই নির্বাচন আচরণ ভঙ্গ করছেন।
বিএনপি যে কোনো সময় নির্বাচন থেকে সরে আসার পায়তারা করছে বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম।
গণমাধ্যমের চোখকে ফাঁকি দিয়ে কোনো কিছু করা সম্ভব না জানিয়ে তিনি বলেন, চোরেরা মনে করে মাগুরা মার্কা, ফালু মার্কা নির্বাচন করা সম্ভব। কিন্তু এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আর আমরাও প্রস্তুত আছি এ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে।
বিএনপির প্রার্থী হয়রানি প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, তারা পুরোনো এবং ভাঙ্গা ক্যাসেট বারবার বাজাচ্ছে। অথচ নির্বাচনী প্রচারণায় কোথাও বিএনপির কোনো কাউন্সিলর প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেনি।
খালেদা জিয়াকে বহুরূপী উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তিনি আদালত ও বাসায় যেতে নিরাপত্তাহীনতায় ভোগেন। আর এখন তিনি সকাল থেকে রাত ১০টা পর্যন্ত রাস্তায় ঘুরে বেড়ান অথচ কোনো নিরাপত্তার অভাব বোধ করেন না! আল্লাহ্ এই বহুরুপী মহিলার হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। ’
জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শ্রী সতীশ চন্দ্র রায়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনে যা যা করা দরকার সরকার সব পদক্ষেপ নেবে।
এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সামসুল হক টুকু, সংগঠনের উপদেষ্টা কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
একে/বিএস