ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) চাইলে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে পারেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।
তিনি বলেন, সেনা মোতায়েনের বিষয়ে আমার কোনো দ্বিমত নেই।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর তেজগাঁও কলেজে নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর্থন দিয়েছেন। তবে আমাকে মেয়র পদে নির্বাচত হতে হলে আপনাদের ভোটের দরকার। আপনাদের ভোট পেলে আমি নির্বাচিত হবো। আমার মধ্যে সততা আছে। আমার কোনো দুর্নাম নেই। প্রশাসন চালানোর মতো আমার অভিজ্ঞতা রয়েছে। এগুলোর দিকে তাকিয়ে আমাকে আপনারা নির্বাচিত করুন। আমি আপনাদের পাশে থাকবো।
তিনি বলেন, একজন মেয়র হিসেবে যা জানার দরকার। তা আমি জানি। দীর্ঘদিন ধরে আমি ঢাকায় আছি। আমি রাজনৈতিক দৃষ্ঠিভঙ্গি থেকে ভোট চাই না। আমি একজন মানুষ হিসেবে ভোট চাই। আপনারা ভোট দিলে আমি নির্বাচিত হবো ইনশাল্লাহ।
প্রচারণা সভায় উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী ফারুক খান, তেজগাঁও কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, সংসদ সদস্য শাহজাহান কামাল, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা উত্তরের যুবলীগ সভাপতি মাইনুল হোসেন নিখিল প্রমুখ।
সভা শেষে তিনি মিরপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এমএম/বিএস