ঢাকা: গত তিন মাস ধরে ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালে মানুষ পুড়িয়ে মারার জবাব ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ব্যালটের মাধ্যমে দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য অভিনেত্রী তারানা হালিম।
শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকনের সমর্থনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, আগুনে পুড়িয়ে একের পর এক মানুষ হত্যা করেছেন। এখন আবার ভোট চাইতে অলিগলি ঘুরে বেড়াচ্ছেন। নিহতদের স্বজনদের ক্ষোভ এখনো শেষ হয়নি। ২৮ এপ্রিল নির্বাচনে ভোট দেয়ার মাধ্যমে জনগণ জবাব দেবে। তৈরি হোন।
এ সময় তিনি সাঈদ খোকনকে ইলিশ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
মানববন্ধনের নেতৃত্ব দেন নুরুল ইসলাম। তিনি বলেন, খালেদা জিয়া যদি ভাবেন, হরতাল ও অবরোধের নামে তাদের চালানো তাণ্ডব ও সন্ত্রাসের পর সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের মানুষ ভোট দেবেন, তাহলে তিনি ভুল করছেন। মানুষ বিএনপির অসৎ উদ্দেশ্য কখনো বাস্তবায়িত হতে দেবে না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনগণ কেবল ইলিশ মার্কায়ই ভোট দেবে। এতো দিনের অরাজকতার জবাব মানুষ ভোটের মাধ্যমে দেবে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
ইউএম/আরএম