পাবনা: পাবনার বেড়া উপজেলার কুশিয়ারা গ্রামে বজ্রপাতে বাবলু মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মাঠের কাজ শেষে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
মৃত বাবলু চাকলা ইউনিয়নের কুশিয়ারা গ্রামের মজিদ ফকিরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বাবলু উপজেলার কুশিয়ারা মাঠে কাজ করে বাড়ি ফেরার সময় বাবলু বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এসআর