ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরা-১ উপ-নির্বাচন

নৌকার টিকিট পেতে ১৭ নেতার দৌঁড়ঝাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
নৌকার টিকিট পেতে ১৭ নেতার দৌঁড়ঝাপ

মাগুরা: ৩০ মে মাগুরা-১ (সদর-শ্রীপুর) আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

২০ এপ্রিল এ তফসিল ঘোষণার পর থেকে দলীয় মনোনয়ন লাভের আশায় দলীয় হাইকমান্ডে লবিং-গ্রুপিং শুরু করেছেন আ.লীগের শীর্ষ নেতারা।



২৬ এপ্রিল দলীয় প্রধান শেখ হাসিনা ধানমণ্ডির কার্যালয়ে সংসদীয় বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণের কথা রয়েছে। ইতোমধ্যে ধানমণ্ডির কার্যালয় থেকে ১৭ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন বলে জানা গেছে।

মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় উল্লেখযোগ্য নেতারা হলেন- মাগুরা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আছাদুজ্জামানের ছেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব  সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান, মুক্তিযুদ্ধে সাব-সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহাব, জেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুণ্ডু, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক গোলাম মওলা, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কুদ্দুস খান, সাধারণ সম্পাদক বাবুল ফকির, মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার ছেলে ও শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, কেন্দ্রীয় যুব মহিলা লীগের নারী ও শিশু বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও জগন্নাথ হল শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক  পঙ্কজ কুমার সাহা, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নির্মল কুমার সাহা, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল, জেলা যুবলীগ নেতা খুরশিদ হায়দার টুটুল,  কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইসমত আরা হ্যাপী।

চলতি বছরের ৯ মার্চ মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মো. সিরাজুল আকবরের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।