ঢাকা: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হলে যে কোনো ফলাফল মেনে নেবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তবে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন তিনি।
শনিবার (২৫ এপ্রিল) ডিএনসিসির বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।
‘নির্বাচিত না হলে ফলাফল মেনে নেবেন কিনা’- সংবাদকর্মীরা এ প্রশ্নের উত্তর জানতে চাইলে তাবিথ আউয়াল বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল যা-ই হোক, মেনে নেবো।
তবে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে আমাদের শঙ্কা আছে। সর্বশেষ সেনা মোতায়েন নিয়ে যে টালবাহানা করা হলো, তাতে আমাদের শঙ্কা আরও বেড়ে গেছে।
শনিবার ১৬তম দিনের প্রচারণায় সকালে উত্তরা ৮ নম্বর সেক্টরের বস্তি ও কলোনিতে গণসংযোগ করেন তাবিথ। সকাল সাড়ে ৮টায় বাসে করে উত্তরা ৮ নম্বর সেক্টরের সোনালী ব্যাংক স্টাফ কলেজ-সংলগ্ন ৮ নম্বর বস্তিতে যান এ মেয়রপ্রার্থী। তিনি বস্তির ঘরে ঘরে গিয়ে বাস মার্কায় ভোট চান ‘নতুন প্রজন্ম-নতুন ঢাকা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে।
এরপর তাবিথ রেললাইন-সংলগ্ন সেলিমের বস্তিসহ আশপাশের বিভিন্ন বস্তি এলাকায় ঘুরে ঘুরে ভোট ও দোয়া চান।
গণসংযোগের বিভিন্ন পর্যায়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাব দেন তিনি। তাবিথ বলেন, আমরা জনগণের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছি। জনগণ আমাদের চাইছে। তাই শেষ পর্যন্ত আমরা নির্বাচনের মাঠে লড়াই চালিয়ে যাবো।
এসব এলাকায় গণসংযোগ শেষে তাবিথ আউয়াল মেয়র প্রার্থীদের নিয়ে আয়োজিত দু’টি নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দেন।
মতমিনিময় শেষে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মালিবাগ চৌধুরীপাড়া, পূর্ব খিলগাঁও, পশ্চিম খিলগাঁও, হাজীপাড়া, মগবাজার ওয়ারলেস গেট এবং ফার্মগেটের গ্রিন সুপার মার্কেট, আনন্দ সিনেমা হল এলাকা, ফার্ম ভিউ সুপার মার্কেট ও জেনেভা ক্যাম্প এলাকায় গণসংযোগ করেন তাবিথ।
বিকেলে গণসংযোগ কর্মসূচির বাইরে ব্যক্তিগত আগ্রহে তেজগাঁও ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন তিনি।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এসকেএস/এইচএ/