ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ভূমিকম্পে নিহতের ঘটনায় জামায়াতের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
ভূমিকম্পে নিহতের ঘটনায় জামায়াতের শোক

ঢাকা: বাংলাদেশ, ভারত ও নেপালে শনিবার ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৫ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ শোক প্রকাশ করেন।


 
শোকবাণীতে তিনি ভূমিকম্পে নিহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
 
নেপাল সরকার ও জনগণ দ্রুত জানমালের এ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলেও শোকবাণীতে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এলকে/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।