ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

নেপালে প্রাণহানির ঘটনায় খালেদার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
নেপালে প্রাণহানির ঘটনায় খালেদার শোক

ঢাকা: ভূমিকম্পে নেপালে শত শত মানুষের প্রাণহানির ঘটনায় গীভর শোক ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বিএনপির দফতরের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জ‍ামান রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক ও সমবেদনা জানান তিনি।



শোকবার্তায় বলা হয়, ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাভিভূত। ভূমিকম্পে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আমি গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত নেপালবাসীর সঙ্গে সংহতি ও সহানুভুতি প্রকাশ করছি। নেপালবাসীর এই বিপদের সময়ে বাংলাদেশের মানুষও তাদের পাশে থাকবে।

নেপাল ছাড়াও বাংলাদেশ ও ভারতেও এ ভূমিকম্পের প্রভাবে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি মহান আল্লার নিকট প্রার্থনা করছি তিনি যেন ভূমিকম্প বিধস্ত এই অঞ্চলবাসীকে শোক ও কষ্ট কাটিয়ে ওঠার ক্ষমতা দেন।

প্রলয়ংকারী ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং আহত মানুষজনদের আশু সুস্থতা কামনা করেন খালেদা জিয়া।  

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।