ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

দল ও জোটের প্রার্থীদের বিজয়ী করতে জামায়াতের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
দল ও জোটের প্রার্থীদের বিজয়ী করতে জামায়াতের আহ্বান

ঢাকা: ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে দলীয় নেতাকর্মী সহ ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
 
শনিবার (২৫ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ আহ্বান জানান।



বিবৃতিতে তিনি বলেন, সরকারের সব ষড়ষন্ত্র ও বাধা উপেক্ষা করে ব্যালটের মাধ্যমে জামায়াতে ইসলামী ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে তিন সিটি করপোরেশনকে সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত এবং জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে এগিয়ে আসতে জামায়াতে ইসলামী ও ২০ দলীয় জোটের নেতাকর্মী এবং তিন সিটি করপোরেশনের ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এলকে/এসএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।