ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন সকালে বিভিন্ন সভা-সেমিনার ও বিকেলে গণমিছিলে প্রচারণার ১৯তম দিন শেষে করেছেন।
শনিবার (২৫ এপ্রিল) সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার ১৯তম দিন।
তবে তার কর্মীরা গণসংযোগ চালালেও সাঈদ খোকন পৃথক দু’টি জাতীয় দৈনিক আয়োজিত সেমিনারে যান।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৫টায় পুরান ঢাকার নবাবাপুর রোড থেকে ওয়ারী-সূত্রাপুর থানার ৩৮, ৩৯, ৪১ ও ৪২নং ওয়ার্ডে গণমিছিল হওয়ার কথা। বিকেল ৪টা থেকেই সেখানে জড়ো হতে থাকেন এসব থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা। বিকেল সাড়ে ৫টায় গণমিছিলের নির্ধারিত স্থানে উপস্থিত হন সাঈদ খোকন। পরে সেখান থেকে মিনি ট্রাকে উঠে গণমিছিল শুরু করেন।
তিন সহস্রাধিক জনতার প্রায় দুই কিলোমিটার দীর্ঘ গণমিছিল নবাবপুর রোড হয়ে রায়সাহেব বাজার মোড়, ধোলাই খাল, টিপু সুলতান রোড, র্যাঙ্কিং স্ট্রিট, হেয়ার স্ট্রিট এবং রাজধানী মার্কেটের সামনে হয়ে টিকাটুলির কেএম দাস, অভয় দাস লেন শেষ করে হাটখোলায় এসে শেষ হয়।
মিছিলে বিভিন্ন মাইকে রেকর্ডিং করা কণ্ঠশিল্পী মমতাজের গান শোনা যায়। মাইকের আওয়াজ ও গানের সুরে উৎসুক জনতা রাস্তার দুই ধারে ভিড় জমান।
প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা ওই গণমিছিলের মাঝখানে একটি মিনিট্রাকে দাঁড়িয়ে হাত নেড়ে সাধারণ জনতাকে শুভেচ্ছা জানান সাঈদ খোকন। এ সময় তিনি উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান। সাঈদ খোকন বলেন, বাসযোগ্য ঢাকা গড়তে ইলিশ প্রতীকে ভোট দিন।
ওই গণমিছিলে নেতাদের মধ্যে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দি, সুত্রাপুর থানা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, স্থানীয় নেতা ময়নুল হক মঞ্জু, আশিকুর রহমান চৌধুরী, সালাউদ্দিন বাদল, সারোয়ার হাসান আলো, রাশিদা পারভীন মনি, লাভলী চৌধুরী প্রমুখ।
পরে লালবাগের ২৭, ২৮, ২৯ ও ৩০নং ওয়ার্ডে প্রচারণা চালান সাঈদ খোকন।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এসইউজে/এএসআর