ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সিসিসি: প্যানেল মেয়র হলেন আ’লীগ সমর্থিত ৩ কাউন্সিলর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সমর্থিত তিনজন কাউন্সিলর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।

এরা হলেন, মোহাম্মদ হোসেন, জোবাইরা নার্গিস খান ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী।



নগর ভবনের কেবি আব্দুস সাত্তার মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশনের ৫৫ জন কাউন্সিলরের গোপন ভোটে তারা প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত হন।

সাংবাদিক ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দুপুর ১টা থেকে দু’ঘণ্টাব্যাপী এ নির্বাচন পরিচালনা করেন মেয়র এম মনজুর আলম। নির্বাচন শেষে তিনি বিজয়ী তিনজন কাউন্সিলরের নাম ঘোষণা করেন।

প্যানেল মেয়র পদে মোহাম্মদ হোসেন ১৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন। জোবাইরা নার্গিস খান এবং হাসান মাহমুদ হাসনী ১৫টি করে ভোট পেয়েছেন। অবশ্য হাসান মাহমুদ হাসনী এবং সেকান্দর হোসেন উভয়ের প্রাপ্ত সমান হওয়ায় ফলাফল নির্ধারণ নিয়ে কিছুটা জটিলতার সৃষ্টি হয়। এসময় দু’জনের একজনকে প্যানেল মেয়র-৩ হিসেবে ঘোষণা দেওয়া নিয়ে কাউন্সিলররাও দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। এক পর্যায়ে এ নিয়ে হট্টগোল শুরু হলে মেয়রের হস্তক্ষেপে সবাই লটারির ভিত্তিতে তা নির্ধারণের বিষয়ে একমত হন। লটারিতে হাসান মাহমুদ হাসনী জয়ী হন।

এ নির্বাচনে মোট ১৪ জন সাধারণ কাউন্সিলর এবং ৮ জন সংরতি ওয়ার্ডের কাউন্সিলর অংশ নেন।

এরা হলেন, গিয়াসউদ্দিন, হাসান মাহমুদ হাসনী, আব্দুল মালেক, নিয়াজ মোহাম্মদ খান, সিরাজুল ইসলাম, মাহবুবুল আলম, নিছার আহমেদ মঞ্জু, এফ আই কবির মানিক, এস এম ইকবাল হোসেন, মোহাম্মদ সেকান্দার, মোহাম্মদ হোসেন, দিদারুর রহমান, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ফরিদ আহমেদ চৌধুরী।

সংরতি কাউন্সিলররা হলেন, রেহেনা বেগম রানু, রেখা আলম চৌধুরী, ফেরদৌস বেগম মুন্নী, আনজুমান আরা বেগম, মনোয়ারা বেগম মণি, শাহেদা কাশেম সাথী, আরজু শাহাবুদ্দীন এবং জোবাইরা নার্গিস খান।

নির্বাচিত তিন প্যানেল মেয়রের মধ্যে মোহাম্মদ হোসেন ও জোবাইরা নার্গিস খান নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে হাসান মাহমুদ হাসনী মহিউদ্দিনবিরোধী হিসেবে পরিচিত।

গত ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র নির্বাচিত হন বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলম।

সিটি কর্পোরেশন নির্বাচনে ভরাডুবির পর প্যানেল মেয়র পদে নিজ দলের তিনজন নির্বাচিত হওয়ায় ফলাফল ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেন আওয়ামী লীগ সমর্থক কাউন্সিলররা।  

সিটি কর্পোরেশন নির্বাচন নির্দেশিকা অনুযায়ী নির্বাচনের পর প্রথম সাধারণ সভায় অথবা ৩০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে অথবা সমঝোতার মাধ্যমে দু’জন পুরুষ ও একজন মহিলা প্যানেল মেয়র নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।