ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সালাহউদ্দিনের সন্ধান বিএনপির মিথ্যাচারের প্রমাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মে ১২, ২০১৫
সালাহউদ্দিনের সন্ধান বিএনপির মিথ্যাচারের প্রমাণ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের সন্ধান পাওয়ায় আবারও প্রমাণিত হয়েছে এতদিন ধরে বিএনপি তার নিখোঁজের নামে মিথ্যাচার করেছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



উল্লেখ্য, মঙ্গলবার সকালে ভারতের মেঘালয়ে সালাহউদ্দিনের খোঁজ পাওয়ার কথা জানান তার স্ত্রী হাসিনা সালাহউদ্দিন।

১৪ দলের সভা শেষে সংবাদ সম্মেলনেও ১৪ দলের নেতারা বিএনপির সমালোচনা করেন।

তারা বলেন, স্থল সীমান্ত চুক্তি নিয়ে খালেদা জিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন না জানানো লজ্জাজনক বলে মনে করে ১৪ দল।

দলটির নেতারা বলছেন, স্থল সীমান্ত চুক্তিতে বাংলাদেশের সাফল্য এসেছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া কয়েকদিন পরে হলেও বিবৃতি দিয়ে অভিনন্দন জানিয়েছেন। ওই বিবৃতিতে শুধু ভারতের সরকারকে অভিনন্দন জানানো হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অভিনন্দন জানানো উচিত ছিল। অভিনন্দন না জানানো খালেদা জিয়ার হীনমানসিকতার পরিচয় বহন করে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মে ১২, ২০১৫
এসইউজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।