ঢাকা: পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)।
মঙ্গেলবার (মে ১২) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম বলেন, পয়লা বৈশাখে বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে।
তিনি বলেন, পয়লা বৈশাখের ঘটনায় এখনো দোষীদের কাউকেই গ্রেফতার করতে পারেনি সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী। চলতি বছরের অমর একুশে বইমেলায় ২৬ ফেব্রুয়ারি লেখক অভিজিৎ রাযকে হত্যা করা হয়। এর আগে হুমায়ুন আদাজের ওপর হামলা করা হয়েছিলো। কিন্তু কোনো ঘটনারই সঠিক তদন্ত করে জড়িতদের চিহ্নিত, গ্রেফতার ও বিচার করা হয়নি। আমরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী সাজু, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা এবং পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ১২, ২০১৫
এসজেএ/এএ